ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিজয়ের সঙ্গে এক সাগর রক্ত মিশে আছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
বিজয়ের সঙ্গে এক সাগর রক্ত মিশে আছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: বাংলার বীর সন্তানদের ত্যাগের বিনিময় ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয় এসেছে। যতোদিন বাঙালি থাকবে তা পালন করা হবে।

কেননা এই বিজয়ের সঙ্গে বাংলার দামাল ছেলেদের এক সাগর রক্ত মিশে আছে।  

বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে বোয়ালমারীতে এক জনসভায় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন।

বিজয় দিবস উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।

আ হ ম মুস্তফা কামাল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে যে কথা দিয়েছিলেন জীবন দিয়ে তিনি তা রেখেছেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশের মানুষের ভাগ্যোন্নয়নে অর্থনৈতিক মুক্তির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

জনগণের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা পাশে থাকলে দেশ এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবেই। ২০১৮ সালের মধ্যে পদ্মাসেতু বাস্তবায়ন হবে, ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ আর ২০৪১–এ উন্নত দেশ হবে বাংলাদেশ।

জনসভার প্রধান বক্তা ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান বলেন, স্বাধীনতার ৪৪ বছর পরও সেই পুরনো শকুনেরা আজও আমার পতাকা খামচে ধরতে চায়। ষড়যন্ত্র করে দেশটাকে পাকিস্তান বানাতে চায় তারা। কিন্তু তা করতে দেওয়া হবে না।
 
বোয়ালামারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে জনসভায় জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক খসরুজ্জামান দুলু, বিশিষ্ট ব্যবসায়ী সুভাষ সাহা, বোয়ালমারী উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, নাসির মো. সেলিম, আবু জাফর সিদ্দিকী, মুজিবুর রহমান, সৈয়দ সাইদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর
আরকেবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।