ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা শামসুল হকের মৃত্যুতে ফখরুলের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
বিএনপি নেতা শামসুল হকের মৃত্যুতে ফখরুলের শোক মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: ঢাক‍া মহানগর ২৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ শোক প্রকাশ করেন।



বুধবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন শামসুল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

বিজ্ঞপ্তিতে ফখরুল বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে উদ্বুদ্ধ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মরহুম শামসুল হক তার মেধা ও শ্রম দিয়ে ঢাকা মহানগর ২৯ নং ওয়ার্ড বিএনপিকে সুসংগঠিত ও মজবুত করতে সক্ষম হয়েছিলেন।

এছাড়াও খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে তিনি আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন।

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মরহুম শামসুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহবায়ক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল।  

বাংলাদেশ সময়: ১২৫২ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।