ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি বিদ্যুতের কথা বলে প্রতারণা করেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
বিএনপি বিদ্যুতের কথা বলে প্রতারণা করেছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিদ্যুতের কথা বলে দেশের মানুষের সঙ্গে তারা প্রতারণা করেছে। কেবল খাম্বা পুঁতেছে, বিদ্যুৎ দিতে পারেনি।

কিন্তু বর্তমান সরকার কেবল বিদ্যুৎ দেয়নি, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে চলেছে।  

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার রাওথা কলেজ মাঠ প্রাঙ্গণে বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, যারা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে তারা দেশের উন্নয়ন করতে পারে না। তারা কেবল মানুষ পুড়িয়ে মারতে পারে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে।  

পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করে বলেন, আগামী ১৮ সালের মধ্যে চারঘাট-বাঘার প্রতিটি বাড়ি, প্রতিটি গ্রাম, প্রতিটি পাড়া-মহল্লা বিদ্যতের আলোয় আলোকিত হবে। একটি বাড়িও বিদ্যুতের আলো থেকে বঞ্চিত থাকবে না। কারণ আওয়ামী লীগ সরকার যা বলে তা বাস্তবেই করে দেখায়।  

রাজশাহীর চারঘাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, নাটোর পল্লী বিদ্যু‍ৎ সমিতি-২ এর চারঘাট জোনাল অফিসের ব্যবস্থাপক আব্দুল কাদের প্রমুখ।

প্রসঙ্গত, নতুন বিদ্যুতায়ন কর্মসূচি উদ্বোধনের মধ্য দিয়ে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) থেকে উপজেলার রাওথা, মেরামতপুর, কাকড়ামারী, দিড়ীপাড়া, গোপালপুর ও মুংলী গ্রামের ৩২৫টি বাড়িতে বিদ্যুতের আলো পৌঁছালো।

অনুষ্ঠান শেষে বিকেলে প্রতিমন্ত্রী উপজেলার হলিদাগাছী স্কুল মাঠে রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে ফাইনাল ফুটবল খেলা উপভোগ করেন এবং পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।