ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আড়াইশ’ মানুষ হত্যার পর খালেদার বোধোদয় হয়েছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
‘আড়াইশ’ মানুষ হত্যার পর খালেদার বোধোদয় হয়েছে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: আন্দোলনের নামে আড়াইশ’ মানুষ হত্যা ও বিপুল পরিমান সম্পদ বিনষ্টের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বোধোদয় হয়েছে। এখন তিনি নির্বাচনে এসেছেন।

আগে নির্বাচনে এলে অন্তত এতো প্রাণহানি ও সম্পদের ক্ষতি হতো না, বলেছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু।  

শুক্রবার (১৮ ডিসেম্বর) সিলেট জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দলীয় মেয়র প্রার্থীদের নিয়ে পূণ্যভূমি সিলেট থেকে পৌর নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন এনপিপি চেয়ারম্যান। পর্যায়ক্রমে তিনি দেশের বিভিন্ন স্থানে প্রচারণায় যাবেন।

নির্বাচনী এলাকায় ২৫ ডিসেম্বরের মধ্যে সেনা মোতায়েনের দাবি জানিয়ে শেখ শওকত হোসেন নিলু বলেন, নির্বাচন কমিশনকে আরও সতর্ক হতে হবে। অনেক জায়গায় আমাদের প্রার্থীরা বাধার সম্মুখীন হচ্ছে। এমনকি মনোয়নের টাকা পর্যন্ত জমা দিতে পারেননি কয়েক প্রার্থী।

তিনি আরও বলেন, প্রত্যেক রাজনীতিবিদকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আর তখনই রাজনীতিতে স্বচ্ছতা আসবে।

নিলু জানান, পৌর নির্বাচনে এনপিপি থেকে আম প্রতীক নিয়ে সিলেটে তিনজনসহ দেশে মোট ১৯ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিলেটের তিন প্রার্থী হলেন- শায়েস্তাগঞ্জ পৌরসভায় খালেদা ইসলাম, মৌলভীবাজারে সৈয়দ সুজাত আলী ও হবিগঞ্জে আব্দুল কাদির।

দলীয় প্রার্থীরা জয় লাভ করলে এনপিপি পৌরসভার সব মসজিদের ইমামদের ভাতাপ্রদানসহ বিভিন্ন উদ্যোগ নেবে বলেও জানান তিনি।

জেলা এনপিপি’র উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- দলের মহাসচিব মুক্তিযোদ্ধা আব্দুল হাই মন্ডল, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ-ভাসনী) সভানেত্রী পারভীন নাসের খান ভাসানী, এনপিপির প্রেসিডিয়াম সদস্য বালুল সরদার চাখারী, সালমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মাহমুদুল হক আসাদ, ঢাকা মহনগর এনপিপি নেতা মনিরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এনইউ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।