ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি-জামায়াতের নীল নকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
বিএনপি-জামায়াতের নীল নকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈশ্বরদী: বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে বাধা দানকারী জামায়াত-বিএনপির নীল নকশা এদেশে কোনদিন বাস্তবায়ন করতে দেওয়া হবেনা বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

তিনি বলেন, শুধু জাতীয় পতাকা বুকে আঁকড়ে ধরলেই হবেনা, এদেশের শত্রুদের মোকাবেলা করতে হলে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে।



শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদীস্থ ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ের ৩৫ বছর পূর্তি উদযাপন পুনর্মিলনীর সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বক্তা হিসেবে স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সাজাহান আলী বক্তব্য রাখেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুগার ক্রপ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মু খলিলুর রহমান, সাবেক পৌর চেয়ারম্যান আবুল কালাম আজাদ মিন্টু, বিদ্যালয়ের একাডেমিক কমিটির চেয়ারম্যান ড. এএসএম আমানুল্লাহ, বিবিএস ক্যাবলস এর পরিচালক আশরাফ আলী খান মঞ্জু।

স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক মুজাহিদ আল বেরুনী সুজন, যুগ্ম আহ্বায়ক মুনির হোসেন মিতুল, সাবেক ছাত্রনেতা মাসুদ রানা। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আজিজুল হক।

অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের উত্তরীয় পরিয়ে গুণীজন হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। বুধবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এর আগে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।