ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মহাসচিবদের বৈঠক শুরু হয়েছে।
শনিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করছেন জোটের সমন্বয়ক ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আসন্ন পৌরসভা নির্বাচনে জোটের প্রার্থীদের জিতিয়ে আনতে জোট শরিকদের করণীয়, সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে জোটের পক্ষ থেকে কী ধরনের কর্মসূচি নেওয়া যায়, চলতি শুষ্ক মৌসুমে আন্দোলন কর্মসূচি দেওয়া যায় কি না- সেসব বিষয় নিয়ে আলোচনা চলছে বৈঠকে।
বৈঠকে উপস্থিত আছেন- জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদওয়ান আহমেদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মহিউদ্দিন একরাম, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, মুসলীম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বিজেপির মহাসচিব আব্দুল মতিন, পিপলস লীগের মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা ও ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস।
তবে বৈঠকে জামায়াতের কোনো প্রতিনিধি উপস্থিত হননি।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এমএম/এএটি/এএসআর