ঢাকা: চট্টগ্রামে একটি মসজিদে হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। এটাকে বিএনপি-জামায়াতের নাশকতা বলেও অভিযোগ করেন তিনি।
শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উদয়ন স্কুলে বঙ্গবন্ধু মেধাবৃত্তি ফাউন্ডেশনের লিখিত পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন তিনি।
হানিফ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শুরুর পর থেকে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি-জামায়াত দেশকে অস্থিশীল করার ষড়যন্ত্র করছে। প্রকাশ্যে অগ্নিসংযোগ আর বোমা হামলায় ব্যর্থ হয়ে এখন তারা চোরাগোপ্তা হামলা শুরু করেছে।
তিনি আরও বলেন, আপনারা দেখেছেন, এই একই চক্র বিদেশি নাগরিকদের ওপরও হামলা করেছে। কয়েকজন বিদেশিকে হত্যা করেছে। চট্টগ্রামের এই হামলা তাদেরই (বিএনপি-জামায়াত) নাশকতার অংশ। যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, বর্তমান সরকারের উন্নয়ন পছন্দ করে না, তারাই এগুলো করছে।
বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে এসব হামলা করছে অভিযোগ করে হানিফ বলেন, এগুলো করে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা যাবে না। সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবেন না।
সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবির পরিপ্রেক্ষিতে হানিফ বলেন, পাকিস্তানের সঙ্গে রাষ্ট্রীয়ভাবে সম্পর্ক থাকবে কি না, রাষ্ট্র সিদ্ধান্ত নেবে। আমি মনে করি বাংলাদেশের জনগণ একাত্তরেই পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। বর্তমানে পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক থাকা না থাকায় আমাদের কিছু যায় আসে না।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীসহ বঙ্গবন্ধু মেধাবৃত্তি ফাউন্ডেশনের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এসইউজে/এমজেএফ/