ঢাকা: একাত্তরের গণহত্যাকারীদের মতো আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যাকারীদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শনিবার (১৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি-জামায়াতের প্রতি ইঙ্গিত করে শিল্পমন্ত্রী বলেন, আন্দোলনের নামে যারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে, তারা এদেশের মানুষের বন্ধু হতে পারে না। আন্দোলনের ডাক দিয়ে মাঠে না থেকে পেট্রোল বোমা মেরে মানুষ মারায় ব্যস্ত ছিল তারা। একাত্তরের গণহত্যাকারীদের মতো তাদেরও বাংলার মাটিতে বিচার হওয়া উচিত।
প্রধান অতিথির বক্তব্যে আমু বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ক্ষমতায় ছিল তারা দেশের অগ্রগতি চায়নি। বঙ্গবন্ধুকে হত্যার পর তারা একুশ বছর ক্ষমতায় ছিল, কিন্তু দেশের সমুদ্র ও স্থল সীমানা নির্ধারণে কোনো উদ্যোগ নেয়নি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিবেশি দেশের সঙ্গে সীমান্ত সমস্যার অবসান করে বিশ্বের দরবারে বাংলাদেশের পূর্ণাঙ্গ মানচিত্র প্রতিষ্ঠা করেছেন।
দেশ বিভাগের পর থেকে শোষণ-বঞ্চনা ও আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের সময় ইন্ধিরা গান্ধী ও ভারতের সহযোগিতার কথা সবিস্তারে তুলে ধরেন মন্ত্রী।
বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন- সমিতির মহাসচিব সমীত কুশরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ভারতীয় দূতাবাসের রাজনৈতিক ও তথ্য সচিব রাজেশ উইকি ও মুক্তিযোদ্ধা
আহসান উল্লাহ মনি।
অনুষ্ঠান শেষে অতিথিরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এইচআর/আরএম