ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘মন্ত্রী-এমপিরা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
‘মন্ত্রী-এমপিরা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে’ মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ

ঢাকা: পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী ও কর্মীদের কেবল হয়রানিই করা হচ্ছে না, সরকারের মন্ত্রী ও সরকার দলীয় এমপিরা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে- এমন অভিযোগ তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ।

রোববার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ জানান।



অল কমিউনিটি ফোরাম নামে একটি সংগঠন “পৌরসভা নির্বাচনে সরকারের ভূমিকা ও ইসির পদক্ষেপ” শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে নির্বাচন কমিশন ও সরকারের বিরুদ্ধে আন্দোল গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

হাফিজউদ্দিন বলেন, এই নির্বাচন সুষ্ঠু হবে এমন কোনো প্রমাণ আমরা দেখতে পাচ্ছি না। নোয়াখালীর চাটখিলে আমাদের মেয়র প্রার্থীকে জোর করে ধরে নিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করানো হয়েছে। তার পরিবারের সদস্যরা এখনও পালিয়ে বেড়াচ্ছে। এসব দেখে মনে হচ্ছে, দেশ থেকে গণতন্ত্র একেবারেই বিদায় নেবে।

সরকারের মন্ত্রী-এমপিরা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। রিটানিং অফিসারের সাহস নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগের দলীয় বাহিনীর মতো আচরণ করছে, যোগ করেন হাফিজ।

তিনি আরও বলেন, যেসব মন্ত্রী-এমপি আচরণ বিধি লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তা না হলে সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫ আপডেট সময়: ১৩০৫ ঘণ্টা.
এসকে/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।