ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশের সম্পদের ওপর চক্রান্তকারীদের লোলুপ দৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
বাংলাদেশের সম্পদের ওপর চক্রান্তকারীদের লোলুপ দৃষ্টি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

ঢাকা: বাংলাদেশের সম্পদের ওপর আন্তর্জাতিক চক্রান্তকারীদের লোলুপ দৃষ্টি পড়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

মহান বিজয় দিবস উপলক্ষে রোববার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বিসিআইসি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। জাতিসংঘ ঘোষিত ছয়টি সূচকে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলো থেকে অনেক এগিয়ে রয়েছে। খাদ্যসহ বিভিন্ন সম্পদে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশের ওপর আন্তর্জাতিক চক্রান্তকারীদের লোলুপ দৃষ্টি পড়েছে। এজন্য মধ্যপ্রাচ্যের মত বাংলাদেশেও দুর্ভোগ ও হানাহানি সৃষ্টির উদ্দেশে জঙ্গিবাদের নামে আইএস আবিষ্কারের ষড়যন্ত্র চলছে।

জাতীয় স্বার্থে এ ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় দেশপ্রেমের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান শিল্পমন্ত্রী।

আমু বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে এ উন্নয়ন আরও ত্বরান্বিত হতো। বঙ্গবন্ধুর চেতনার আদলে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিকে এগিয়ে নেওয়ায় বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের অপচেষ্টা হয়েছে।

শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাস, জামাল আব্দুল নাসের চৌধুরী, বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এসইউজে/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।