ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আন্দোলন নয়, নির্বাচনেই সরকারকে ঘায়েল’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
‘আন্দোলন নয়, নির্বাচনেই সরকারকে ঘায়েল’ ছবি : সংগৃহীত

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আন্দোলন নয়, নির্বাচনের মাধ্যমে  সরকারকে  ঘায়েল করতে হবে।

রোববার (২০ ডিসেম্বর) রাতে গুলশান কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



খালেদা জিয়া বলেন, পৌরসভা নির্বাচন কোনো দিন দলীয় প্রতীকে হয়নি। এবার দলীয় প্রতীকে হচ্ছে। আপনারা অন্য কিছু না চিনলেও প্রতীক তো চেনেন। আমি আপনাদের আহ্বান জানাবো, আপনারা যে যেখানে আছেন, যে পৌরসভায় নির্বাচন হচ্ছে, সেখানে ধানের শীষ প্রতীকে ভোট দিন। বিএনপির  প্রার্থীদের জন্য কাজ করুন।

তিনি বলেন, বিএনপি সরকারের এলে সকল ধর্মের মানুষ শান্তিতে আনন্দে এবং একসঙ্গে বসবাস করবে। কোনো ভেদাভেদ থাকবে না। তাদের চাকরি ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না।

ক্ষমতাসীন দলের কার্য্ক্রমের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ আজকে হিংস্র হয়ে উঠেছে। এরা আর মানুষ নেই। এদের মধ্যে মনুষত্ব বলে কিছু নাই। এরা হিংস্র হয়ে গেছে। এরা পশুর চেয়েও অধম হয়ে গেছে।

তিনি বেলেন, আওয়ামী লীগের নেত্রীর বিরুদ্ধে কোর্ট থেকে যে রায় দিয়েছিল ‘রং হেডেড’। পাগল মানুষকে দিয়ে কেনোদিন দেশ শাসন হয় না। তার অবস্থান গণভবনে না। তার অবস্থান হতে পারে পাবনায়।

বড়দিন ভালোভাবে পালনের আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, আমরা চাই, আপনারা উৎসাহ-উদ্দীপনার মধ্যে বড়দিন পালন কুরন। সেদিন আপনারা প্রার্থনা করবেন, আমাদের ওইসব জালেম, অত্যাচারী, খুনিদের হাত থেকে, গুম-খুন-হত্যার হাত থেকে দেশের মানুষকে রক্ষা করে। যীশু খ্রিস্টের কাছে এটাই হোক প্রার্থনা।

খ্রিস্টান অ্যাসাসিয়েশনের সভাপতি এলবার্ট পি কস্টার সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়ুয়া, বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক জন গোমেজ, খ্রিস্টন অ্যাসোসিয়েশনের মহাসচিব সুব্রত উইলিয়াম রোজারিও, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মার্শেল এম চিরান,ময়মনসিংহের শশধর দ্রং, দিনাজপুরের প্যাস্টর নির্ভয় দাস প্রমুখ।

এছাড়া তেঁজগাও ক্যাথলিক মিশনের ফাদার এলবার্ট রোজারিওসহ খ্রিস্টান সম্প্রদায় শতাধিক লোক অংশ নেন।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।