ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ধানমন্ডি থেকে জামায়াত নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
ধানমন্ডি থেকে জামায়াত নেতা আটক ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মেজবাহ উদ্দিন ভূইয়া নামে এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ ডিসেম্বর) সকালে ধানমন্ডির ১৩ নম্বর রোডের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।



আটক মেজবাহ উদ্দিন ভূইয়ার বাড়ি নোয়াখালীর সুধারামপুরে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানান।

নোয়াখালীর সুধারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মেজবাহ জেলা পর্যায়ের একজন নেতা ছিলেন। তার বিরুদ্ধে ১৩টি নাশকতার মামলা রয়েছে। তার নামে ওয়ারেন্টও ছিলো। কিন্তু দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। পরে জেনেছি, তিনি স্থানীয় রাজনীতি ছেড়ে জামায়াতের কেন্দ্রীয় পর্যায়ের নেতা হয়েছেন। রোববার ধানমন্ডি থেকে মেজবাহকে আটক করা হয়েছে। তাকে সুধারামপুর থানায় আনার প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫/আপডেট: ১৩০২ ঘণ্টা
এনএ/আরএইচএস/এসজেএ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।