ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শরীয়তপুরে আ’লীগের দু’পক্ষে সংঘর্ষ, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
শরীয়তপুরে আ’লীগের দু’পক্ষে সংঘর্ষ, আহত ১০ ছবি: প্রতীকী

শরীয়তপুর: শরীয়তপুরে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।



সোমবার (২১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে পালং থানার সামনে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগের দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শরীয়তপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার দুপুর ১২টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুপুর ১টার দিকে দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক ইকবাল হোসেন অপু ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আমিন কোতোয়ালের নেতৃত্বে নৌকা প্রতীকের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলটি পালং থানার সামনে দিয়ে মধ্যবাজার পোস্ট অফিস চত্বর ঘুরে পুনরায় থানার সামনে দিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে এলে ইকবাল হোসেন অপুর সমর্থক বাচ্চু বেপারীর লোকজন নুরুল আমিন কোতোয়ালের সমর্থক পৌরসভা ছাত্রলীগের সভাপতি প্রকাশ বন্দুকসির ওপর হামলা চালায়।

এ সময় লাঠিসোটা নিয়ে উভয়পক্ষ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টা ধরে চলে এ ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইকপাটকেল নিক্ষেপ।

হামলাকারীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুর মোহাম্মদ কোতোয়ালের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে বাড়ির দেয়াল ও ভবনের গ্লাস ভাঙচুর করে। এ সময় আমিন কোতোয়ালের সমর্থক প্রকাশ বন্দুকসি, দ্বীন ইসলাম পাহাড়, সুজন পাহাড়, সুমন মাঝিসহ উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়।

পুলিশ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। দোকানপাট বন্ধ রয়েছে।
পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ মজলিশ খান বলেন, আওয়ামী লীগের দু’গ্রুপের এ সংঘর্ষ নির্বাচনের উপর প্রভাব পড়তে পারে। দ্বন্দ্ব নিরসন না হলে নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয় পাওয়া কঠিন হবে।

পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।