ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফুলছড়িতে ইউপি নির্বাচন দাবিতে হরতাল পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
ফুলছড়িতে ইউপি নির্বাচন দাবিতে হরতাল পালিত

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৪ নম্বর গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন দাবিতে অর্ধদিবস হরতাল পালন করেছে নাগরিক ঐক্য পরিষদ।

সোমবার (২১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল পালিত হয়।



এ সময় পিকেটাদের হামলায় ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য গোলজার রহমান (৬০) আহত হয়েছেন। তাকে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হরতাল চলাকালে ফুলছড়ি বেইলি ব্রিজ থেকে তিস্তামুখ ঘাট পর্যন্ত রাস্তার বিভিন্ন স্থানে ইট, পাথর, গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বেড়িকেড সৃষ্টি করে পিকেটাররা।

হারতাল শেষে ফুলছড়ি থানা মোড়ে নাগরিক ঐক্য পরিষদের সভাপতি ছাইদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামছুল আলম, আওয়ামী লীগ নেতা শফিউল আলম, নুরুন্নবী মুন্সী, মকবুল হোসেন, মোহাম্মদ আলী ব্যাপারী, হাবিবুর রহমান হবি, খলিলুর রহমান তোতা, যুবলীগ নেতা আরিফুল ইসলাম, আব্দুল লতিব, বিএনপি নেতা মনজুরুল আলম কনক, সাইফুল ইসলাম সাজু, জয়নাল আবেদীন, রিপন মিয়া, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম সহিদ, সবুর সরকার, আব্দু রহিম মধু, ছাত্রলীগ ইউনিয়ন সভাপতি জিহাদুল ইসলাম মওলা প্রমুখ।

বক্তারা বলেন, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোতোষ রায় মিন্টু সীমানা নির্বাচন স্থগিত করে ক্ষমতা আখড়ে ধরার পাঁয়তারা করছেন। তিনি মনগড়াভাবে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সীমানা জটিলতা দেখিয়ে সম্প্রতি নির্বাচন কমিশনে মামলা দায়ের করেছেন। এরপর নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে নোটিশ প্রদান করেন। ওই নোটিশ গোপন রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোতোষ রায় মিন্টু।

সমাবেশ থেকে মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে বক্তারা বলেন, দাবিপূরণ না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত থাকবে।

ফুলছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।