ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ার গাবতলীতে দু’টি ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
বগুড়ার গাবতলীতে দু’টি ককটেল বিস্ফোরণ ফাইল ফটো

বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলা সদরের থানার মোড় তিন মাথা হাইস্কুল সুপার মার্কেটের সামনে পরপর দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৬ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।


 
গাবতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা বাংলানিউজকে জানান, বিস্ফোরিত স্থানে ককটেলের কোনো আলামত পাওয়া যায়নি। তাই সেগুলো শক্তিশালী পটকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 
তবে কে বা কারা কি উদ্দেশ্যে ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।  
 
স্থানীয়রা জানান, ঘটনাস্থল গাবতলী থানা চত্বর থেকে মাত্র একশ’ গজ দূরে। পরপর দু’টি শক্তিশালী ককটেল বিস্ফোরণের বিকট শব্দে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় লোকজন দৌঁড়ে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেন।

তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান স্থানীয়রা।
 
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এমবিএইচ/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।