ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গে বিএনপির ৫ নেতাকে বহিষ্কার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
দলীয় শৃঙ্খলা ভঙ্গে বিএনপির ৫ নেতাকে বহিষ্কার

ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকায় বিএনপির জেলা পর্যায়ের পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বে থাকা রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, নড়াইল জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হাসান, সদর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল কবির, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিম ফারুক খান মিঠু, বান্দরবান জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ও বান্দরবান জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মশিউর রহমান মিটনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া বান্দরবন জেলা বিএনপি সহ-সভাপতি আবদুল কুদ্দুস ও বান্দরবন সদর পৌর বিএনপি সভাপতি নাসির চৌধুরীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না মর্মে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।