ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহ জেলা ছাত্রদল সভাপতির বাড়ির মালামাল ক্রোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
ময়মনসিংহ জেলা ছাত্রদল সভাপতির বাড়ির মালামাল ক্রোক

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা ছাত্রদল সভাপতি রোকনুজ্জামান সরকার রোকনের বাড়ির মালামাল ক্রোক করেছে পুলিশ।

আদালতের নির্দেশে শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর বিদ্যাময়ী স্কুলের পেছনের তিনতলা বাড়ি থেকে তার মালামাল ক্রোক করা হয়।



রাত ৮টায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি জানান, নাশকতার সাতটি মামলায় আদালতে হাজির হননি ছাত্রদল সভাপতি রোকন। এ কারণে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে তার বাসা থেকে একটি টিভি, কয়েকটি চেয়ার-টেবিল, একটি ড্রেসিং টেবিল ও খাট ক্রোক করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন রাজনীতি থেকে আত্মগোপনে রয়েছেন জেলা ছাত্রদল সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন। অনেক দিন ধরেই তার কোনো হদিস নেই।

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।