ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে হোসিয়ারী শ্রমিক ইউনিয়ন নির্বাচনে আ’লীগ প্যানেল জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
নারায়ণগঞ্জে হোসিয়ারী শ্রমিক ইউনিয়ন নির্বাচনে আ’লীগ প্যানেল জয়ী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ হোসিয়ারী শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্যানেলের মনোনীত প্রার্থীরা।

রোববার (২৭ ডিসেম্বর) সকাল ৮টায় নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া এলাকায় আলী আহাম্মদ চুনকা সিটি পাঠাগারে (সিটি দোয়েল প্লাজা-৩) পাঁচটি বুথে ভোটগ্রহণ শুরু হয়।

বিকাল ৪টা পর্যন্ত চলে এ ভোট। পরে রাতে ফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার শামীম সিদ্দিকী।

নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিকলীগ মনোনীত সভাপতি পদে স্বপন দাস ১ হাজার ৪৭৭ ভোট ও সাধারণ সম্পাদক পদে আওলাদ হোসেন ১ হাজার ৩০১ ভোট পেয়ে জয় পান।

তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অঙ্গ-সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিকদল মনোনীত সভাপতি পদে আব্দুল মতিন ভূঁইয়া ৮৭৮ ভোট ও সাধারণ সম্পাদক পদে মো. আলাউদ্দিন ব্যাপারী ১ হাজার ৪৩ ভোট পেয়েছেন।

এছাড়া বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র মনোনীত সভাপতি প্রার্থী মো. খোকন মিয়া ১৭৭ ভোট ও সাধারণ সম্পাদক প্রার্থী মো. শাহজাহান মিয়া ১৪৩ ভোট পেয়েছেন। আর জাতীয় পার্টির অঙ্গ-সংগঠন জাতীয় শ্রমিক পার্টির মনোনীত সভাপতি প্রার্থী স্বপন দাস পেয়েছেন ১১০ ভোট ও সাধারণ সম্পাদক প্রার্থী পবন দাস পেয়েছেন ৯৬ ভোট।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩ হাজার ৫৩৩ জন। এর মধ্যে ১৭২ জন ছিলেন নারী ভোটার। ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ হাজার ৭৪৫ জন। বাতিল হয়েছে সভাপতি পদে ৮৩ ও সাধারণ সম্পাদক পদে ৭৭ ভোট।

বাংলাদেশ সময়: ০৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।