ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রিমান্ড শেষ না হতেই শিবিরের চার নেতা জেল হাজতে

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০১০

ঢাকা: র‌্যাবের হাতে আটক শিবিরের সাবেক ও বর্তমান চার নেতাকে একটি মামলার তিন দিনের রিমান্ড শেষ না হতেই জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

৫ আগষ্ট পৃথক তিনটি মামলায় তাদের তিন দিন করে মোট নয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সে অনুযায়ী রিমান্ড শেষে ৯ আগষ্ট তাদের আদালত হাজির করা কথা ছিল।

রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে বলে দাবি করেছেন আসামীদের আইনজীবী।
আসামীরা হলেন দীন মোহাম্মদ ইমরান ওরফে মাসুদ, আব্দুল্লাহ জায়েদ বিন সাবিত, সুলতান মাহমুদ রিপন ও আলমগীর হোসেন রাজু।

তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক ইউসুফ মিয়া আসামীদের আদালতে পাঠিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন।

মহানগর হাকিম আব্দুল্লাহ আল মামুন শনিবার শুনানী শেষে তাদের জেল হাজতে পাঠিয়ে দেন।
আসামী পক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত জেল হাজতে তাদের সুচিকিৎসার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

আসামীদের আইনজীবী এসএম কামাল উদ্দিন আহমেদ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডির কাছে অভিযোগ করে বলেন, ‘রিমান্ডে নিয়ে আসামীদের ওপর নির্যাতন করা হয়েছে। নির্যাতনে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি করে তাদের আদালতে এনে জেল হাজতে পাঠানো আবেদন করা হয়। ৫ আগষ্ট আসামীদের ৩ দিনের রিমান্ডে নিলে নিয়মানুযায়ী ৯ আগষ্ট আদালত আনার কথা ছিল। ’

আটক চার আসামীর মধ্যে আব্দুল্লাহ জায়েদ বিন সাবিতের অবস্থা আশঙ্কা জনক বলেও তিনি দাবি করেন। মূলত রিমান্ডে নিয়ে পুলিশ হেফাজতে মৃত্যুর বদনাম ঘোঁচাতেই পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশেই তাদের তড়িঘড়ি করে আদালতে নেওয়া হয় বলে তিনি দাবি করেন।

গ্রেপ্তারের পর আসামীদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় অস্ত্র, বিষ্ফোরক ও সন্ত্রাস বিরোধী আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।

আসামি পক্ষে মামলায় শুনানী করেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।