ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ভারতের সঙ্গে চুক্তি দেশের নিরাপত্তার জন্য হুমকি: ব্যারিস্টার মওদুদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০১০
ভারতের সঙ্গে চুক্তি দেশের নিরাপত্তার জন্য হুমকি: ব্যারিস্টার মওদুদ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘দেশের ভেতর ও বাইরে থেকে হুমকি আসছে। ভারতের সঙ্গে চুক্তিও দেশের নিরাপত্তার জন্য একটি হুমকি।



আজ রোববার জাতীয় প্রেসকাবে ফ্রি থিঙ্কারস ফোরাম আয়োজিত ‘নিরাপত্তা হুমকির মুখে বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘ভারত বর্তমান বিশ্বে একটি শক্তিধর রাষ্ট্র। তাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখব। তাই বলে সব কিছু উজাড় করে দিয়ে বন্ধুত্ব রক্ষা করব না। ভারতের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তির মাধ্যমে শুরু করতে যাওয়া প্রকল্পগুলো দেশের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। ’

এছাড়া নদীগুলোর পানি ঠিকমতো না পাওয়াও দেশের জন্য হুমকিস্বরূপ বলে মনে করেন তিনি ।

তিনি বলেন, ‘ফারাক্কা চুক্তির কারণে ব্রহ্মপুত্র নদের পানি হয়তো পাব। কিন্তু বাকিগুলোর পানি পাব না। টিপাইমুখ বাঁধও আমাদের জন্য বিপজ্জনক। ’

তিনি আরও বলেন, ‘একটি দুর্বল ও পরনির্ভরশীল সরকার এখন দেশ চালাচ্ছে। তাদের দিয়ে জাতীয় নিরাপত্তা রক্ষা সম্ভব নয়। ভূ-রাজনৈতিক দিক থেকে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে। কিন্তু দুর্বল সরকার তা ধরে রাখতে পারছে না। ’

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘বর্তমান সরকারের কর্মসূচিগুলোর মধ্যে প্রধান হলো বিরোধীদলকে দমন, নিপীড়ণ ও নির্যাতন। বিদ্যুৎ, খাদ্যসহ দেশের প্রধান প্রধান সমস্যাগুলো থেকে জনগণের দৃষ্টি ফেরানোর উদ্দেশ্যে সরকার সংবিধান সংশোধন, যুদ্ধাপরাধীদের বিচার ইত্যাদি নতুন নতুন কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছে। ’

ফোরামের চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি’র স্থায়ী মাহবুবুর রহমান, প্রবীণ সাংবাদিক সাদেক খান, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন প্রমুখ।

এদিকে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার মওদুদ তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাকারী আইনজীবীর বিরুদ্ধে মানহানি মামলা ছাড়াও ফৌজদারি আইনে আরেকটি মামলা করবেন বলে জানান।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ০৮ আগস্ট, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।