ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহ-৩ আসনে আ’লীগ প্রার্থী নাজিম নির্বাচিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
ময়মনসিংহ-৩ আসনে আ’লীগ প্রার্থী নাজিম নির্বাচিত

ময়মনসিংহ: ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

 

তিনি পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৪৩৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শামসুজ্জামান জামান পেয়েছেন ৪ হাজার ৩৭২ ভোট।

এ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফা নির্বাচনী ফলাফলের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

এ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৬২ হাজার ২শ’ ৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৯ হাজার ৮শ’ ৯২ জন ও নারী ভোটার ১ লাখ ১২ হাজার ৩শ’ ৪৩ জন।

এখানে আওয়ামী লীগের প্রার্থীসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোটগ্রহণ চলাকালে দুপুরে জালভোট ও ব্যাপক অনিয়মের অভিযোগ এনে জাতীয় পার্টির প্রার্থী শামসুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী হাফেজ আজিজুল হক ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী হাফেজ মাওলানা আবু তাহের খান ভোট বর্জনের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
এমএএএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।