ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘অস্তিত্ব রক্ষায় খালেদা জিয়ার ঐক্যের ডাক’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
‘অস্তিত্ব রক্ষায় খালেদা জিয়ার ঐক্যের ডাক’

 ঢাকা: রাজনৈতিক দল হিসেবে অস্তিত্ব টিকিয়ে রাখা ও জঙ্গিবাদ, সন্ত্রাস পোষণ ও লালনের অভিযোগকে আড়াল করার উদ্দেশ্যে খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বলে মন্তব্য করেছেন আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ।

মঙ্গলবার (১৯ জুলাই) স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে দেশবাসীর করণীয়’-শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়াকে ইঙ্গিত করে তিনি বলেন, খালেদা জিয়া আজ জাতীয় ঐক্যের কথা বলেছেন। জঙ্গিদের সাথে নিয়ে তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের কথা বলেছেন।
তিনি বলেন, ইতোমধ্যে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণের জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। শতভাগ জনগণ জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। রাজনৈতিক দল হিসেবে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, তাদের গায়ে জঙ্গিবাদ, সন্ত্রাস পোষণের যে অভিযোগ সে অভিযোগ আড়াল করার উদ্দেশ্যে বেগম জিয়া জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন।

খালেদা জিয়াকে পরামর্শ দিয়ে হাসান মাহমুদ বলেন, সত্যি সত্যি আন্তরিক হলে আপনার পাশে যে বসে থাকে ৭ খুনের আসামি তাকে বাদ দিন, আফগানিস্তানের ট্রেনিং প্রাপ্ত নেতাকে বাদ দিন, জামায়াতে ইসলামকে বাদ দিন।

এসব না করে আপনি (খালেদা জিয়া) যখন জাতীয় ঐক্যের কথা বলেন এটা জাতির সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়।

কোমলমতি ছাত্রদের যেসব শিক্ষক বিপথগামী করেছেন, ইসলামের অপব্যাখ্যা দিয়ে জঙ্গি বানিয়েছেন, মানুষ হত্যার শিক্ষা দিয়েছেন সেসব শিক্ষকের ডাবল শাস্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টা হাসিবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামছুল হক টুকু, সাবেক রাষ্ট্রদূত আবদুল মোমেন, আ.লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
আরইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।