ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্য গড়ার আহ্বান

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্য গড়ার আহ্বান

ঢাকা: কারাবন্দি ‘নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না’র মুক্তি ও জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের নেতারা।

মঙ্গলবার (১৯ জুলাই) রাজধানীর মিরপুরে নাগরিক ঐক্য ঢাকা মহানগর (উত্তর) আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।

বক্তব্য রাখেন- নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর (উঃ) আহ্বায়ক শহীদুল্লাহ কায়সার, নাগরিক যুব ঐক্যের সমন্বয়ক শাহিনুল আলম, নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান প্রমুখ। সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. ইসহাক  হোসেন।

বক্তারা বলেন, জঙ্গিদের হামলা দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। এ অবস্থা থেকে দেশকে রক্ষার জন্য দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতা মাহমুদুর রহমান মান্নাকে সরকার কারাগারে আটক রেখেছে।

অতি দ্রুত মান্নার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।