ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ ছবি: আরিফ জাহান-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। তবে পুলিশি বাধায় মিছিলটি দলীয় কার্যালয়ের সামনেই সীমাবদ্ধ ছিলো।

 

শুক্রবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।

এ সময় মিছিলটি সামনে এগুতেই পুলিশি বাধার মুখে পড়ে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খান জাহাঙ্গীর, সহ-সভাপতি রাব্বী রাসেদ রিজভী মিঠু, মাহবুব হোসেন লেমন, থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু নুর অলিদ, জহুরুল ইসলাম পলাশ, আবু জিহাদ সন্তোষ, সাইমন ইসলাম, আতিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুদকের করা অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়াম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে ২০ কোটি টাকা জরিমানাও করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
এমবিএইচ/জিসিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।