ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘অর্থপাচার মামলার সঙ্গে তারেকের সম্পৃক্ততা নেই’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
‘অর্থপাচার মামলার সঙ্গে তারেকের সম্পৃক্ততা নেই’ ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অর্থপাচার মামলার সঙ্গে তারেক রহমানের কোনো সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

বুধবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তিনি।

নোমান বলেন, তারেক রহমানের বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এছাড়া অর্থ পাচার মামলার সঙ্গে তারেক রহমানের কোনো সম্পৃক্ততা নেই। তাই ‘বিএনপি’ এই মামলাকে গুরুত্ব দিচ্ছে না।

দলীয়ভাবে মামলাটিকে গুরুত্ব না দেওয়ার কারণ হিসেবে আব্দুল্লাহ আল নোমান বলেন, দেশে এমন পরিস্থিতি তৈরি হবে যখন বর্তমান সরকার ও তত্ত্বাবধায়ক সরকার কিংবা রাজনৈতিক পটপরিবর্তনে যে সরকার প্রতিষ্ঠিত হবে তারাই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের মামলা প্রত্যাহার করে নেবেন।

নোমান বলেন, দেশে গণতন্ত্র না থাকলে জঙ্গিবাদের উত্থান ঘটবেই। তাই জঙ্গিবাদ রুখতে হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। আর গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের কৌশল নির্ধারণ করতে হবে। কারণ এর আগে আমাদের ‘বিএনপি’ গণতান্ত্রিক আন্দোলনগুলো সরকার প্রশাসন ও অস্ত্র দিয়ে দমন করেছে। কিন্তু এবার সেটা করতে দেওয়া যাবে না।

দেশের বিভিন্ন অঞ্চল বন্যায় ভাসছে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, বন্যার কারণে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এই সব ক্ষতিগ্রস্ত মানুষগুলোর ত্রাণ ও সহযোগিতা প্রয়োজন। আর এই কারণে আমাদের সবার সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

বিএনপি নেতা নোমান বলেন, জঙ্গিবাদ রুখতে বিএনপি জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য কাজ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করছি। সুশীল সমাজের প্রতিনিধিরা বিএনপির ডাকে সাড়া দিয়েছে বলেও জানান নোমান।

তারেক রহমানের বিরুদ্ধে যারা (আওয়ামী লীগ) মামলা করছে তারাই একদিন সেই মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হবে বলে মন্তব্য করেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে সভায় বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ মালেক, সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা শায়লা বেগম, ওলামা দলের সভাপতি এম এ মালেকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
একে/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।