ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জঙ্গিবাদের বিরুদ্ধে গণ-প্রতিরোধের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
 জঙ্গিবাদের বিরুদ্ধে গণ-প্রতিরোধের আহ্বান ছবি: সুমন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট।

শুক্রবার (২৯ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আজকের এই পরিস্থিতিতে দেশে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও উৎপাদন হুমকির মুখে পড়েছে। দেশের কর্মসংস্থান ভয়াবহ সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। এ অবস্থার নিরসন না হলে বিদেশি ক্রেতারা এ দেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দেবে। ফলে লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়বে।

বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের সভাপতি আব্দুল কাদের হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বাদল খান, সহ-সভাপতি সোলায়মান খান মাসুদ, সাংগঠনিক সম্পাদক মাহাতাব উদ্দিন সহিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
এএস/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।