ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘অন্য দেশের স্বার্থ রক্ষার বিষয়টি আরো স্পষ্ট হলো’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
‘অন্য দেশের স্বার্থ রক্ষার বিষয়টি আরো স্পষ্ট হলো’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিবাদে তেল-গ্যাস, বিদ্যু-খনিজ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির কর্মসূচিতে সরকার বাধা দেওয়ায় অন্য দেশের স্বার্থ রক্ষার বিষয়টি আরো স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

শুক্রবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।


 
রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিবাদে বৃহস্পতিবার (২৮ জুলাই) প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে তার কার্যালয় অভিমুখে জাতীয় কমিটির পদযাত্রায় পুলিশি হামলার প্রতিবাদ ও নিন্দা জানান রুহুল কবির রিজভী।
 
তিনি বলেন, এ হামলা বর্বরোচিত, পাশবিক, নিষ্ঠুর এবং বিরোধী মতকে দমন করার আরেকটি কলঙ্কজনক অধ্যায়। ভিন দেশি স্বার্থ রক্ষায় নিজ দেশের মানুষের উপর এমন হামলা পৃথিবীর আর কোনো শাসক কোনো দিন করেছে কি না আমাদের জানা নেই।
 
এ হামলার মধ্য দিয়ে বর্তমান সরকারের অন্য দেশের স্বার্থ রক্ষার বিষয়টি আরো স্পষ্ট হলো। আমরা মনে করি কয়লা পুড়িয়ে রামপালে বিদ্যুৎ উৎপাদন করা হলে সুন্দরবন কুশর, ধূসর মরুভূমিতে পরিণত হবে। এতে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, লাভবান হবে অন্যরা।
 
রামপাল বিদ্যুৎকেন্দ্র বিরোধী কোনো কর্মসূচি বিএনপি দেবে কি না?-এমন প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, দেশের স্বার্থবিরোধী সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি ভ্যানগার্ডের ভূমিকা পালন করে। ইতোমধ্যে রামপাল বিদ্যুৎকেন্দ্র বিরোধী অনেকগুলো কর্মসূচি আমরা পালন করেছি। ভবিষ্যতেও করব।
 
কল্যাণপুরের জাহাজ বিল্ডিংয়ে ‘অপারেশন স্টর্ম-২৬’ নিয়ে প্রশ্ন তুলে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, হলি আর্টিজান নিয়ে কেউ কোনো কথা বলেনি। কল্যাণপুরের ঘটনা নিয়ে এত প্রশ্ন উঠছে কেন?
 
তিনি বলেন, জঙ্গি দমন নিয়ে সরকার যত গোঁজামিলই দিক না কেন, একদিন জাতির কাছে সব কিছুই পরিষ্কার হয়ে যাবে।
 
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
এজেড/আরআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।