ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লালপুরে দুর্বৃত্ত হামলায় আ’লীগ নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
লালপুরে দুর্বৃত্ত হামলায় আ’লীগ নেতা নিহত

নাটোর: লালপুর উপজেলার এবি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মেম্বর আব্বাস উদ্দিন (৫৫) দুর্বৃত্ত হামলায় মারা গেছেন।

শনিবার (৩০ জুলাই) রাত সোয়া ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাত ৮টার দিকে বরমহাটি স্কুলের কাছে তিনিসহ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা উজির আলী শেখ (৬২) দুর্বৃত্তদের হামলায় আহত হন।

আব্বাস উদ্দিন লালপুর উপজেলার বরমহাটি গ্রামের মৃত বলাই শেখ ও উজির আলী শেখ একই গ্রামের মৃত কমর উদ্দিন শেখের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বাংলানিউজকে জানান, আব্বাস উদ্দিন ও আওয়ামী লীগ নেতা উজির আলী শেখ রাত ৮টার দিকে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বরমহাটি স্কুলের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পরে আব্বাস উদ্দিনের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সোয়া ১০টায় তার মৃত্যু হয়।  

আহত ওয়ার্ড আওয়ামী লীগের নেতা উজির আলী শেখকে (৬২) লালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেননি বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।