ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘জামায়াত ২০ দলের বোঝা, আর প্রয়োজন নেই, ভাবছেন খালেদা’

স্পেশাল করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
‘জামায়াত ২০ দলের বোঝা, আর প্রয়োজন নেই, ভাবছেন খালেদা’

ঢাকা: জামায়াত আর বিএনপির সম্পদ নয় বরং বোঝা, তাই খুব দ্রুতই এ বোঝাকে ঘাড় থেকে নামিয়ে দেয়ার কথা চিন্তা ভাবনা করছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

মঙ্গলবার ( ২ আগস্ট) প্রেসক্লাবে এক আলোচনা সভায় এমন ইঙ্গিতই দিলেন বিএনপির বুদ্ধিজীবী মহলের অন্যতম দিকপাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ।


 
এ সময় জামায়াতকে প্রাধান্য না দিয়ে ভিন্নমত ভুলে দলমত নির্বিশেষে জঙ্গি-সন্ত্রাস দমনে জাতীয় ঐক্যের আহ্বান জানান আ স ম আব্দুর রব, সৈয়দ আবুল মকসুদ ও বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ আলোচনাসভায় অংশ নেয়া অন্যান্য বিশিষ্টজনেরা।

মঙ্গলবার (০২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভা।

ড. এমাজ উদ্দিন আহমেদ বলেন, জঙ্গি-সন্ত্রাস দমনে ভিন্নমত ভুলে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের প্রয়োজন। এখানে জামায়াত কোনো বিষয় নয়। বিএনপিই জামায়াতকে দূরে রেখেছে। জাতীয় ঐক্যের প্রয়োজনে জামায়াতকে বিএনপি বাদ দেবে। তাহলে তো জাতীয় ঐক্যের ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা থাকলো না।

তিনি জোর দিয়ে বলেন, ‘জামায়াত এখন আর অ্যাসেট ( সম্পদ) নয়, এটা এখন লায়াবিলিটি (বোঝা)।  

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা কামাল হায়দার, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, জাগপার সভাপতি শফিউল, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ইসলামী আন্দোলনের নেতা মেজবাউর রহমান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, সাবেক সংসদ সদস্য ও সাবেক ডাকসুর ভিপি সুলতান মোহাম্মদ মনছুর, কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী প্রমুখ।  

*‘জাতীয় ঐক্যের ব্যাপারে জামায়াতকে বাদ দেবে বিএনপি’

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬/আপডেট ১৬১১ ঘণ্টা/১৭৪৪ ঘণ্টা
এসএমএ/বিএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।