ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে শিবিরের ১৪ নেতাকর্মী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
রাজধানীতে শিবিরের ১৪ নেতাকর্মী আটক

ঢাকা: রাজধানীর হাজারীবাগ ও ধানমণ্ডি এলাকায় জঙ্গি বিরোধী ব্লক রেড অভিযানে  শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে লিফলেট, জিহাদি বই ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (০২ আগস্ট) রাত ৯টা থেকে রাত আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।  

ধানমণ্ডি জোনের সিনিয়র সহকারী কমিশনার রুহুল আমিন সাগর বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জঙ্গি বিরোধী ব্লক রেড অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে। তারা শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।

তাদের কাছ বিপুল সংখ্যক জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। আটকদের মধ্যে শিবিরের এক বড় নেতা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩০৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
এনএ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।