ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জঙ্গি পরিচয় নিয়ে বিভ্রান্তির কিছু নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
জঙ্গি পরিচয় নিয়ে বিভ্রান্তির কিছু নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: ‘জঙ্গি পরিচয় নিয়ে বিভ্রান্তির কিছু নেই, ওরা বঙ্গবন্ধুর খুনিদের মতই আত্মস্বীকৃত খুনি’-এমন মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

 

বুধবার (০৩ আগস্ট) দুপুর ১২টার দিকে কুস্টিয়ার ভেড়ামারা উপজেলার পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, খালেদা জিয়া যতই বিভ্রান্তির চেষ্টা করুক না কেন যুদ্ধাপরাধীদের মতো জঙ্গিদেরও বাঁচাতে পারবেb না।

অনুষ্ঠানে জাতীয় নারী জোটের আহ্বায়ক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আফরোজা হক রীনার সভাপতিত্বে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
এএনজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।