ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার উপদেষ্টা হলেন ইলিয়াসের স্ত্রী লুনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
খালেদার উপদেষ্টা হলেন ইলিয়াসের স্ত্রী লুনা

ঢাকা: বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাকে নিজের উপদেষ্টা করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (০৬ আগস্ট) ঘোষিত ৫০২ সদস্য বিশিষ্ট জাতীয় নির্বাহী কমিটিতে চেয়ারপারসনের উপদেষ্টা হওয়ার আগে বিএনপির কোনো পদেই ছিলেন না লুনা।

স্বামী এম ইলিয়াস আলীকে হারিয়ে দলের বড় পদ পাওয়ার বিষয়টিকে ‘সব হারিয়ে কিছু’ পাওয়া হিসেবে দেখছেন অনেকে।

সাবেক সংসদ সদস্য ইলিয়াস ২০১২ সালের ১৭ এপ্রিল থেকে নিখোঁজ। এরপর দলীয় পরিমণ্ডলে আলোচনা হতে থাকে স্বামীর অবর্তমানে তার পদেই বসানো হতে পারে তাহসিনা রুশদীর লুনাকে। কিন্তু তার চেয়েও অনেক বড় পদে বসানো হলো তাকে।

এ ছাড়া বিএনপির সাবেক কমিটির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান ও মিজানুর রহমান মিনু, প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুককে চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।