ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পীরগঞ্জ পৌর নিবার্চনে আ’লীগ প্রার্থী জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
পীরগঞ্জ পৌর নিবার্চনে আ’লীগ প্রার্থী জয়ী

রংপুর: পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তাজিমুল ইসলাম শামীম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
 
রোববার (০৭ আগস্ট) পীরগঞ্জ পৌর নির্বাচনে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৪টায় পর্যন্ত চলে।

 

পরে তিন ঘণ্টা ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা।  

পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬ হাজার ১৯০ ভোটের ব্যবধানে প্রথম মেয়র নির্বাচিত হলেন তাজিমুল ইসলাম শামীম। তিনি ভোট পেয়েছেন ৭ হাজার ৬৩০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী সায়দুর রহমান পেয়েছেন ১ হাজার ৪৪০ ভোট।

মোট ৯টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ নির্বাচনে ১২ হাজার ৯৩৭ জন ভোটারের মধ্যে ১০ হাজার ৪২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।  

নব নির্বাচিত মেয়র তাজিমুল ইসলাম শামীম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলানিউজকে বলেন, এটা আমার নয়, জনগণের জয় হয়েছে। মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছে। আমি জনগণের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো।    

জেলা নির্বাচন অফিসার শাহতাব হোসেন বাংলানিউজকে জানান, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।