ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নড়িয়া পৌরসভা উপ-নির্বাচনে বিদ্রোহী প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
নড়িয়া পৌরসভা উপ-নির্বাচনে বিদ্রোহী প্রার্থী জয়ী

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া পৌরসভা উপ-নির্বাচনে বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম বাবু রাঢ়ী (নারকেল গাছ) প্রতীক নিয়ে ৫২৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হাসান জুয়েল (জগ) পেয়েছেন ৪৪১৭ ভোট।

আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল ইসলাম (নৌকা) পেয়েছেন ৪৯৩ ভোট।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী আক্তার হোসেন বেপারী (কম্পিউটার) ৪৭৬ ও শহিদুজ্জামান বিপ্লব (রেলগাড়ি) ১০৯ ভোট পেয়েছেন।

রোববার (৭ আগস্টা) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ পৌরসভায় ১৭০৮৬ জন ভোটারের মধ্যে ১০৮৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ১০৭৭০ ভোট বৈধ ও ৭৫ ভোট বাতিল বলে গণ্য হয়। ভোট গণনা শেষে পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শেখ মুহাম্মদ জালাল উদ্দিন নির্বাচনের ফল ঘোষণা করেন।    

১৮ এপ্রিল পৌর মেয়র হায়দার আলী মারা গেলে পদটি শূন্য হয়। এর পর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।