ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পৌরসভা নির্বাচন

গলাচিপায় আ’লীগ প্রার্থী বিজয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
গলাচিপায় আ’লীগ প্রার্থী বিজয়ী

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাজী আব্দুল ওহাব খলিফা (নৌকা) ৮৭৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গলাচিপা উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু তালেব মিয়া পেয়েছেন ১০৮৬ ভোট।

তবে তিনি ভোট বর্জন করেন।

রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (৭ আগস্ট) সকাল ৮টা থেকে পৌর এলাকার ৯টি ভোট কেন্দ্রের ৪৭টি কক্ষে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

বেলা পৌনে ১১টায় ভোটকেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া, প্রকাশ্যে ভোট দেওয়াসহ নানা অভিযোগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপির প্রার্থী আবু তালেব মিয়া।

এ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুইজন, কাউন্সিলর পদে ৩৫ জন ও নারী কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

তবে নারী কাউন্সিলর পদে কোন প্রার্থী না থাকায় ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত আঞ্জুমান আরা করুনা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।