ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিপিবির প্রেসিডিয়ামের জন্য সার্বক্ষণিক কর্মী বহাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
সিপিবির প্রেসিডিয়ামের জন্য সার্বক্ষণিক কর্মী বহাল

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির(সিপিবি) গঠনতন্ত্রে সার্বক্ষণিক কর্মী বাধ্যতামূলক আবারও বহাল রয়েছে। এ পদ্ধতি তুলে দেওয়ার জন্য প্রস্তাব করা হলে তা কংগ্রেসে পাস হয়নি।


 
সিপিবির গঠনতন্ত্র অনুযায়ী পার্টির প্রেসিডিয়াম সদস্য হতে হলে সার্বক্ষণিক কর্মী হওয়া বাধ্যতামূলক।  

সিপিবির চার দিনব্যাপী কংগ্রেসের তৃতীয় দিনে রোববার (৩০ অক্টোবর) এটা তুলে দেওয়ার জন্য কাউন্সিল অধিবেশনে চারটি প্রস্তাব আসে। কাউন্সিলে এ প্রস্তাবের উপর আলোচনার পর ভোটাভুটিতে সেটি বাতিল হয়ে যায় বলে জানা গেছে।
 
এবিষয়ে জানতে চাওয়া হলে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বাংলানিউজকে বলেন, প্রেসিডিয়ামের জন্য সার্বক্ষণিক কর্মী হওয়া বাধ্যতামূলক যেটা আছে সেটা তুলে দেওয়ার প্রস্তাব কাউন্সিলে উঠেছিলো। কিন্তু পাস হয়নি। ফলে আগের নিয়মই গঠনতন্ত্রে বহাল রয়েছে।

এদিকে ২০০৮ সালে সিপিবির নবম কংগ্রেসে পার্টির গঠনতন্ত্রে সংশোধনী এনে প্রেসিডিয়াম সদস্যদের জন্য সার্বক্ষণিক কর্মী হওয়া বাধ্যতামূলক করা হয়। এবারের কংগ্রেসে এ পদ্ধতি তুলে দেওয়ার জন্য আগে থেকেই প্রস্তাব আনা হয়।
 
সূত্র জানায়, প্রস্তাবগুলো কংগ্রেসের আগে কেন্দ্রীয় কমিটিতে তোলা হলে কমিটি তা অনুমোদন দেয়নি। এরপর প্রস্তাবকারীরা তাদের প্রস্তাব কংগ্রেসে উপস্থাপন করেন।
 
সিপিবির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ শাহ আলম, সামছুজ্জামান সেলিম, কেন্দ্র সংশ্লিষ্ট শাখার সাধারণ সম্পাদক মোতালেব হোসেনসহ মোট চারজন এ প্রস্তাব উপস্থাপন করেন। এদের মধ্যে কারো প্রস্তাব ছিলো প্রেসিডিয়ামের জন্য সার্বক্ষণিক কর্মী তুলে দেওয়া এবং কারো ছিল অধিকাংশ প্রেসিডিয়ামের জন্য সার্বক্ষণিক কর্মী বাধ্যতামূল রাখা। আবার কারো প্রস্তাব ছিলো প্রেসিডিয়ামের ২০সদস্য বাধ্যতামূলক রেখে বাকী সদস্যের জন্য উন্মুক্ত রাখা। কিন্তু কাউন্সিলের ভোটে কোনো প্রস্তাবই পাস হয়নি।
 
রোববারের কাউন্সিলে গঠনতন্ত্রে একটি বিষয় সংযোজন হয়েছে। সেটি হলো পার্টির নাম গঠনতন্ত্রে বাংলায় আছে-‘বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’। এর পাশাপাশি ইংরেজিতে কমিউনিস্ট পাটি অব বাংলাদেশ(সিপিবি) সংযুক্ত করা হয়েছে।
 
এদিকে রোববারের কাউন্সিল অধিবেশনের শেষ পর্যায়ে রাতে পার্টির ৯৯ জন ডেটারান কমরেডকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
  
সোমবার কংগ্রেসের শেষ দিনে কর্মসূচির মধ্যে গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচন।  

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬ 
এসকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।