ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শিশুদের মধ্যে সুস্থ সংস্কৃতি গড়ে তোলার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
শিশুদের মধ্যে সুস্থ সংস্কৃতি গড়ে তোলার আহ্বান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিশুদের মধ্যে সুস্থ সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশি জাতীয়তাবাদী সংস্কৃতি ও শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জিসাস নেতাদের প্রতি তিনি এ আহ্বান জানান।

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, জিয়াউর রহমান শিশুদের অনেক পছন্দ করতেন।

তাই সবসময় তিনি শিশুদের অনুষ্ঠানে অংশ নিতেন।

জিয়াউর রহমান দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সুষ্ঠু করতে কাজ করেছেন মত দিয়ে রফিকুল ইসলাম মিয়া বলেন, জিয়া মাটি-মানুষের সাংস্কৃতিক অঙ্গন গড়ে তুলতে নিরলস চেষ্টা করেছেন। তার এই আদর্শকে বাস্তবায়ন করতে জিসাসকে শিশুদের মধ্যে সুস্থ সাংস্কৃতিক প্রতিযোগিতা গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

সংগঠনের সভাপতি আবুল হাশেম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান, চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিকসহ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭/আপডেট ১৮৪৬
এমএফআই/বিএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।