ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়িতে আ’লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
খাগড়াছড়িতে আ’লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ খাগড়াছড়িতে আ’লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ-ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক নির্মলেন্দু চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে শহরের কদমতলী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশ থেকে বলা হয়, দলের নেতার ওপর হামলা চালিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম ও তার ছোট ভাই পৌর মেয়র রফিকুল আলম শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

এজন্য তাদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

তিনি বলেন, বেধে দেওয়া সময়সীমার মধ্যে জাহেদ-রফিককে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এসময় জেলা আওয়ামী লীগ নেতা নুরন্নবী চৌধুরী, মংক্যাচিং চৌধুরী, কল্যাণ মিত্র বড়ুয়াসহ জেলা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে বাজার থেকে জেলা পরিষদে যাওয়ার পথে নারিকেল বাগান এলাকায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক নির্মলেন্দু উপর হামলা চালানো হয়। বর্তমানে তিনি চট্টগ্রামে চিকিৎসাধীন। এ ঘটনায় পৌর আওয়ামী লীগের সম্পাদক জাহেদুল ও তার ছোট ভাই পৌর মেয়র রফিকুলসহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে হিন্দু ধর্মাবলম্বীরা তিন দিনের কর্মসূচির শুক্রবার প্রথম দিনে এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানান। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।

এছাড়া শুক্রবার সকালে টিঅ্যান্ডটি গেট এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান বাংলানিউজকে জানান, কে বা কারা হামলা করেছে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।