ফেনী: ফেনীর সোনাগাজীতে ৠাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আবুল কালাম ওরফে ভাগিনা কালাম (৪১) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন।
শুক্রবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের ইতালি মার্কেট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৠাব উপজেলার চরদরবেশ ইউনিয়নের ইতালি মার্কেট এলাকায় অভিযান চালায়। এ অবস্থায় কালাম র্যাবকে লক্ষ করে গুলি ছোঁড়ে।
র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে কালাম গুলিবিদ্ধ হন। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি সুটারগান, একটি সর্টগান, দুইটি রামদা, দুইটি ছুরি ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করে। রাত নয়টায় কালামকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান।
র্যাব-০৭ ফেনী ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বাংলানিউজকে জানান, নিহত কালাম দীর্ঘদিন ধরে সোনাগাজী এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন, তার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় ৩০টি মামলা রয়েছে। তিনি এলাকায় জলদস্যু কালাম নামে পরিচিত।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।