রোববার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আজিমপুর বাসস্টান্ড থেকে শুরু করে আজিমপুর কবরস্থান, ছাপরা মসজিদ, গোর-এ শহীদ মাজার, লালবাগ চৌরাস্তা হয়ে পলাশী মোড় পর্যন্ত প্রচারপত্র বিলি করেন দলটির নেতা-কর্মীরা।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকির নেতৃত্বে গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, মনির উদ্দীন পাপ্পু ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফাসহ ঢাকা কমিটির নেতৃবৃন্দ।
হরতালের প্রচারপত্র বিলি ও গণসংযোগের সময়ে জোনায়েদ সাকি বলেন, আমরা সুন্দরবন ধ্বংস হতে দিতে পারি না, সুন্দরবন রক্ষায় আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।
প্রচারণার সময় তিনি জনসাধারণকে ২৬ তারিখে সুন্দরবন রক্ষায় রাজপথে নেমে আসার আহ্বান জানান।
সোমবার (২৩ জানুয়ারি) দুপুর ০৩ টা থেকে জোনায়েদ সাকির উপস্থিতিতে মিরপুর-১০ গোলচত্বর থেকে শুরু করে পল্লবী, শাহ আলী ও কাফরুলে গণসংযোগ ও প্রচারপত্র বিলি হবে।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
পিআর/এমজেএফ