ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন আনোয়ার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
নারায়ণগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন আনোয়ার নারায়ণগঞ্জ জেলা পরিষদের দায়িত্বে আনোয়ার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে মেয়র, সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের একত্রিত করে জেলার উন্নয়ন করার ঘোষণা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। দুর্নীতিমুক্ত ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান হিসাবে জেলা পরিষদকে গড়ারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে নেতাকর্মীদের ব্যাপক শো-ডাউন করে জেলা পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন আনোয়ার হোসেন। জেলা পরিষদের নবনির্বাচিত ১৫ জন সদস্যও তার সঙ্গে দায়িত্ব গ্রহণ করেন।



২৩ জানুয়ারি দিনটিকে নিজের জীবনের ঐতিহাসিক দিন হিসাবে অ্যাখ্যায়িত করে আনোয়ার হোসেন বলেন, ‘নারায়ণগঞ্জের মেয়র, সংসদ সদস্যসহ সকল জনপ্রতিনিধিকে নিয়ে এক টেবিলে এক কাতারে বসে পূর্বসুরীদের স্বপ্ন পূরণ করবো। সবাইকে নিয়ে কাজ করলে নারায়ণগঞ্জের ব্যাপক উন্নয়ন করা সম্ভব’।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘নেতাকর্মীরা আমাকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসাবে দেখতে চেয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী আমাকে নিজে জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছেন। এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। ৪৫ বছরের রাজনৈতিক জীবনে এর চেয়ে বড় কোনো পাওয়া নেই’।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন আনোয়ার/ছবি: বাংলানিউজজেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মামুন চৌধুরীর সভাপতিত্বে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেনের সহধর্মিনী সুলতানা আনোয়ার, নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বেগম বাবলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, কেন্দ্রীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহম্মেদ পলাশ, ফতুল্লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মজিবুর রহমানসহ অন্য সদস্য ও কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।