ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হকারদের সমস্যা সমাধানে মেননের আশ্বাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
হকারদের সমস্যা সমাধানে মেননের আশ্বাস

ঢাকা: ফুটপাত থেকে হকার উচ্ছেদের বিষয়ে হকারদের আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ৪টার দিকে তোপখানা রোডে তার কার্যালয়ের নিচে ১০দফা দাবিতে সমবেত হন হকাররা। এ সময় নিচে নেমে তাদের আশ্বস্ত করেন তিনি।

বাংলাদেশ হকার ইউনিয়নের আহ্বায়ক হাশিম কবির বাংলানিউজ বলেন, মন্ত্রী মহোদয় বলেছেন, তিনি গরিব শ্রমিকদের নেতা। হকারদের পক্ষে যতটুকু সাহায্য করা সম্ভব তিনি করবেন বলে আশ্বস্ত করেছেন।

হাশিম কবির আরও বলেন, মন্ত্রী স্থানীয় নেতা-কর্মী এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেছেন। এ সম্পর্কে কেউ কিছু জানাননি তাকে। তবে ফুটপাতে বসে ব্যবসা করা তিনি সমর্থন করেন না। সেক্ষেত্রে একটা অংশ ভাগ করে নিয়ে সেখানে দোকান বসালে এবং সুশৃঙ্খলভাবে ব্যবসা করলে বিষয়টি ভেবে দেখা যেতে পারে বলেও জানিয়েছেন মন্ত্রী।

রাশেদ খান মেনন হকারদের দাবির বিষয়টি সংসদে উপস্থাপন করারও আশ্বাস দিয়েছেন বলেও জানান হাশিম কবির।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
জেডএফ/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।