ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি কারফিউ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
‘বিএনপি কারফিউ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে’ হোটেল সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের; ছবি-শাকিল

ঢাকা: বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলে দলটির চেয়ারপার্সন খালেদা জিয়ার দাবির জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কারফিউ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলো।

বুধবার (জানুয়ারি ২৫) দুপুরে হোটেল সোনারগাঁয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়া গতকাল বলেছেন বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা।

এর জবাবে আমি বলতে চাই, বিএনপি কারফিউ গণতন্ত্রের প্রবক্তা। ’

এছাড়া নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির করা সার্চ কমিটিতে আওয়ামী লীগ তার দলের পক্ষ থেকে কোন দলীয় ব্যক্তির নাম প্রস্তাব করবে না বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, এ কমিটিতে নিরপেক্ষ ব্যক্তিদেরই আসা উচিৎ, তবে সব সিদ্ধান্ত রাষ্ট্রপতি তার প্রজ্ঞা, রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে গ্রহণ করবেন বলে আশা করি।

এর আগে সকল পরিববহনে একই কার্ড (ৠাপিড পাস) ব্যবহারের লক্ষ্যে ই-টিকেটিং চালু করার জন্য ক্লিয়ারিং হাউজ ব্যাংক স্থাপনে ডিটিসিএ ও ডাচ বাংলা ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে, জাইকার প্রধান প্রতিনিধি তাকাতোশি নিশিকাতা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম. এ. এন ছিদ্দিক, ডাচ বাংলা ব্যাংকের চেয়ারম্যন সায়েম আহমেদ প্রমুখ।

জাইকার কারিগরি সহায়তার প্রায় ২৫ কোটি টাকা এবং সরকারের প্রায় সাড়ে ১০ কোটি ব্যয় হবে এ প্রকল্পে। প্রকল্পের মেয়াদ  জুন ২০১৪ থেকে জুন ২০১৮ এর মধ্যে।

চুক্তিপত্রে ডিটিসিএ‘এর পক্ষে নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন মজুমদার এবং ডাচ বাংলার পক্ষে  ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন স্বাক্ষর করেন।

র‍্যাপিড পাস ব্যবহারকারীদের নগদ অর্থে ভাড়া পরিশোধ করতে হবে না। পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠানও নগদ অর্থ বহনের ঝামেলামুক্ত থাকবে।

এমআরটি, বিআরটি, বিআরটিসি, রেলওয়ে, বিআইডব্লিউটিসি ও পাবলিক বাসে এই কার্ড ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ২৫ জানুয়রি, ২০১৭
কেজেড/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।