ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি বট গাছে আম চেয়েছিলো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
বিএনপি বট গাছে আম চেয়েছিলো

ঢাকা: দলীয় রাষ্ট্রপতির কাছে নিরপেক্ষ সার্চ কমিটি ও নির্বাচন কমিশন প্রত্যাশা করে ‘বিএনপি বট গাছে আম চেয়েছিল’ বলে মন্তব্য করেছেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ার‌ম্যান শেখ শওকত হোসেন নীলু। শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন বিএনপি জোটের সাবেক এ শীর্ষ নেতা।

তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক ৬ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্য আমাদের দৃষ্টি গোচর হয়েছে।
 
নীলু বলেন, রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত সার্চ কমিটির ৬ সদস্যের মধ্যে ৫ জনকেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক নেতা হিসেবে চিহ্নিত করেছেন মির্জা ফখরুল।

তার মনে রাখা দরকার ”বট গাছে কোন দিন আম হয় না”। দলীয় রাষ্ট্রপতির কাছ থেকে নির্দলীয় সিদ্ধান্ত আশা করা যায় না।
 
নতুন ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে গলদ ছিল উল্লেখ করে এনপিপির চেয়ারম্যান বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাকালে রাষ্ট্রপতি কোনো বিধিমালা ও নিয়ম মানেননি। ৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে তিনি আলোচনার জন্য ডাকেননি। আবার অনিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গেও তিনি আলোচনা করেছেন। এভাবে প্রথম থেকেই তিনি সংলাপকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন।
 
তিনি বলেন, আমরা সার্চ কমিটি গঠন নয়,  নির্বাচন কমিশন গঠনের জন্য আইন প্রণয়নের আহ্বান জানিয়েছিলাম। কিন্তু সেই পথ গ্রহণ করা হয় নাই। ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) মনে করে শুধুমাত্র নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে না।
 
এ সময় নির্বাচনকালীন সরকার সম্পর্কে সকল রাজনৈতিক দলের মতামত গ্রহণের জন্য রাষ্ট্রপতিসহ সকল মহলের প্রতি উদাত্ত আহ্বান জানান শেখ শওকত হোসেন নীলু।
 
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এজেড/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।