ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাকেরগঞ্জে ১৪৪ জারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
বাকেরগঞ্জে ১৪৪ জারি

ব‌রিশাল: বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন নিয়ে সংঘর্ষের আশঙ্কায় বরিশালের বা‌কেরগঞ্জ পৌরসভা ও বাসস্ট্যান্ড সং‌লগ্ন এলাকায় ১৪৪ জারি করেছে প্রশাসন।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নুল আবেদীন এ আদেশ জারি করেন।

জয়নুল আবেদীন জানান, বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের আশঙ্কায় শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে পরদিন শনিবার (২৮ জানুয়ারি) রাত ১১টা পর্যন্ত ‌বা‌কেরগঞ্জ পৌরসভা ও বাসস্ট্যান্ড সং‌লগ্ন এলাকায় ১৪৪ জারি করা হয়েছে।

৮ বছর পর শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আবুল হোসেন খানের বাসভবনের সামনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবার কথা ছিলো। এতে প্রধান অতিথি থাকার কথা ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। কিন্তু ওই সম্মেলনকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই উত্তেজনা বিরাজ করছে।

সম্মেলন প্রত্যাখান করে বৃহস্পতিবার বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিকদার।

সম্মেলনে তিনি অভিযোগ করেন, এ সম্মেলনের যে আয়োজন করা হয়েছে তা আদৌ জানেনা জেলা বিএনপি নেতারা। জেলার নেতাদের অনুমতি ছাড়াই করা হচ্ছে সম্মেলন। সাবেক এমপি আবুল হোসেন স্বেচ্ছাচারিতার মাধ্যমে এর আয়োজন করা হয়েছে।

এ‌দি‌কে ওইদিন বিকেলে বাকেগঞ্জে আবুল হোসেনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। তারা থানার সামনের সড়কে গিয়ে আবুল হোসেন খানের কুশপুত্তলিকা দাহ করে।

বাংলা‌দেশ সময়: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এমএস/এনটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।