ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দুর্ঘটনায় আহত পিরোজপুর ছাত্রলীগের সভাপতি বাবু ঢামেক হাসপাতালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
দুর্ঘটনায় আহত পিরোজপুর ছাত্রলীগের সভাপতি বাবু ঢামেক হাসপাতালে

ফরিদপুর: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি শুভ্রজিৎ হালদার বাবুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুর তিনটার দিকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতাল থেকে হেলিকপ্টারে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র-ছাত্রী সংসদের (রুকসু) নবনির্বাচিত ভিপি কাওসার আকন্দ বাংলানিউজকে জানান, শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাজরা এলাকায় ঢাকা থেকে পিরোজপুরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা কবলিত হন বাবু।

গুরুতর আহত অবস্থায় বাবুসহ চারজনকে ফমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুপুর ৩টার দিকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনায় পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি সভাপতি শুভ্রজিৎ সাহা বাবু ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মিঠুসহ চারজন আহত হন। ঘটনাস্থলেই নিহত হন ছাত্রলীগ নেতাদের বহনকারী প্রাইভেটকারের চালক ফরিদ।

ছাত্রলীগ নেতারা জানান, তারা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত শেষে পিরোজপুরে ফিরছিলেন।

ফমেক হাসপাতালের চিকিৎসক মাহফুজুর রহমান বুলু জানান, আহত বাবুর আবস্থা আশঙ্কাজনক। তাকে চিকিৎসা দেওয়ার মতো অবস্থা এ হাসপাতালে নেই বলে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আরকেবি/এএসআর

**
কাশিয়ানীতে প্রাইভেটকার ও কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।