ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পূর্ব শত্রুতার জেরেই খুন যুবলীগ নেতা

শেখ জাহাঙ্গীর আলম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
পূর্ব শত্রুতার জেরেই খুন যুবলীগ নেতা যুবলীগ নেতা মাইন উদ্দিনের বাড়ি-ছবি-শেখ জাহাঙ্গীর আলম

ঢাকা: প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই দুই সন্তানকে আদর করতেন, কপালে চুমু খেতেন। ওরা আর বাবার আদর পাবে না। আমার দুই সন্তান আজ এতিম, আর আমি হারিয়েছে স্বামী। বাসা থেকে ডেকে নিয়ে ওদের বাবাকে খুন করেছে সন্ত্রাসীরা। 

কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত রাজধানীর গুলশানের কালাচাঁদপুরের ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মাইন উদ্দিনের (৩৮) স্ত্রী সোমা আক্তার।

মাইন উদ্দিন হত্যার আটদিন গত হলেও এখন পর্যন্ত হত্যাকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

মাইনের দুই সন্তানের মধ্যে ছেলে তাওহিদ হাসান সজিব কালাচাঁদপুর মডেল হাইস্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র এবং মেয়ে মিম স্থানীয় আইডিয়াল স্কুলের ছাত্রী।

সোমা বলেন, ‘নিজের ছেলেকে হারিয়ে আমার শাশুড়ি শোকে পাথর হয়ে গেছেন। এসব দেখে নিজেকে আর ঠিক রাখতে পারছি না। ’

তিনি বলেন, এখন আমি কি করবো? আমার ছেলে-মেয়ের ভবিষ্যৎ কি হবে? বাসা থেকে ডেকে নিয়ে নির্মমভাবে আমার স্বামীকে খুন করেছে সন্ত্রাসীরা। আমি এর বিচার চাই।  

এর আগে চলতি বছরের ২৩ জানুয়ারি রাত ২টার দিকে গুলশানের কালাচাঁদপুর এলাকার মধ্যপাড়ার ক ৪২/১ নম্বর নিজ বাড়ির সামনে সন্ত্রাসীরা মাইনকে ছুরিকাঘাত করে। পরে তাকে স্বজনেরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। ২৪ জানুয়ারি রাত ১০টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে মাইনের মা আম্বিয়া বেগম বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেছেন।  

নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় শাহজাহান সাজু (৪৪), শুভ আকন (২০), আরিফ আকন (২৮), শাহজাহান সাজুর স্ত্রী মোসা. রুমা (৩৫) জহির আকন (২৪) ও শাহীনসহ (২২) অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করা হয়েছে।  

এদিকে, এই মামলায় মোছা. রুমা নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  

পুলিশ বলছে, মামলায় অভিযুক্ত আসামি শাহজাহান সাজুর স্ত্রী রুমাকে গ্রেফতার করা হলেও বাকিরা পলাতক রয়েছেন।  

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল হক বাংলানিউজকে বলেন, এই ঘটনার তদন্ত কার্যক্রম চলছে। মামলার পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।  

এদিকে পুলিশ জানিয়েছে শাহজাহান সাজুর নামে এর আগেও গুলশান থানায় মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

নিহত মাইনের পরিবারের অভিযোগ, শাহজাহান সাজু কালাচাঁদপুরের স্থানীয় বাসিন্দা। তবে তিনি একজন মাদক ব্যবসায়ী। পূর্বের কথা কাটাকাটি নিয়েই মাইনকে হত্যা করা হয়েছে। শাহজানানের এসব মাদক ব্যবসার সঙ্গে তার স্ত্রী রুমাও জড়িত। রাতে সাজু বাসা থেকে মাইনকে ডেকে নিয়ে যান।

এদিকে, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। ঘটনার তদন্ত কার্য্ক্রম চলছে।  

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭

এসজেএ/আরআর/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।