ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে বাদ না পড়ে সেদিকে সজাগ থাকতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে বাদ না পড়ে সেদিকে সজাগ থাকতে হবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

কুষ্টিয়া: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এবার সুষ্ঠুভাবে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করা হবে। ভুয়া মুক্তিযোদ্ধারা যাতে ঢুকে না পড়ে এবং প্রকৃতরা যেন বাদ না পড়ে সেদিকে সজাগ থাকতে হবে।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া সদর উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির যৌথ উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে বাছাই কার্যক্রম শুরু হয়। কমিটির সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে সাত সদস্যের কমিটি যাচাই-বাছাই কার্যে অংশ নিচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি মকবুল হোসেন, জামুকার প্রতিনিধি মোশারফ হোসেন, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিনিধি আফতাব উদ্দিন খান, জেলা কমান্ডের প্রতিনিধি শফিউল ইসলাম মজনু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার নজরুল করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
এনটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।