ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘সার্চ কমিটিতে বিএনপির অংশগ্রহণ কূটচাল’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
‘সার্চ কমিটিতে বিএনপির অংশগ্রহণ কূটচাল’

কুষ্টিয়া: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সার্চ কমিটিতে বিএনপির অংশগ্রহণ কূটচাল হতে পারে। এটি সঠিকভাবে বোঝা যাবে যখন রাষ্ট্রপতির অধীনে নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনে অংশগ্রহণ করার সিন্ধান্ত ঘোষণা করবে তখন। এ মন্তব্য করেছেন।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সার্চ কমিটিতে বিএনপির নাম সুপারিশ সর্ম্পকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

হাসানুল হক ইনু বলেন, বিএনপি ও তার শরিক দলগুলো দীর্ঘদিন থেকে বাংলাদেশের রাজনীতিতে অগণতান্ত্রিক কার্যকলাপ করে আসছিল।

কিন্তু তারপরও তারা সার্চ কমিটিতে অংশগ্রহণ করেছে। নির্বাচনকালীন সহায়ক সরকার গঠনের প্রস্তাবটা উত্থাপনের মধ্য দিয়ে পুরো পরিস্থিতিটা একটা ঘোলাটে পরিবেশের মধ্যে ঠেলে দিয়েছে।

এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
বিএসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।