ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘রাজনৈতিক সংকটে সুরঞ্জিত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
‘রাজনৈতিক সংকটে সুরঞ্জিত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন’ সুরঞ্জিত সেনগুপ্ত ও মির্জা ফখরুল

ঢাকা: সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যু রাজনীতিতে শূন্যতার সৃষ্টি হওয়া, এ শূন্যতা পূরণ হবার নয় এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (০৫ ফেব্রুয়ারি) দুপুর ঢাকেশ্বরী মন্দিরে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।  

ফখরুল বলেন, আজ দেশ ও জাতি অনেক বড় একজন প্রবীণ রাজনীতিবিদকে হারিয়েছে।

তার মতো একজন পার্লামেন্টারিয়ান হারানো রাজনীতিতে একটি শূন্যতার সৃষ্টি হওয়া।
আমি দলের পক্ষ থেকে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

তিনি বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত সৎ , নিষ্টাবান ও অভিজ্ঞ নেতা ছিলেন। রাজনৈতিক সংকটে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। মানুষের মাঝে আস্থা তৈরি করতেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির নেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী, জয়নাল আবদীন ফারুক।

রোববার (০৫ ফেব্রুয়ারি) ভোর ৪টা ২৪ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরঞ্জিত সেনগুপ্ত।

এর সকাল ৯টার দিকে তার ধানমন্ডির ঝিগাতলার বাসায় নেওয়া হয়। পরে সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসকে/বিএস  

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।